Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: arefin on June 28, 2013, 11:36:54 AM
-
গ্রামীণফোনের সাবসিডিয়ারি কোম্পানি জিপিআইটি’র ৫১ শতাংশ শেয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোবাইল ফোন অপারেটরটি। বিশ্বব্যাপী পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকসেঞ্চার (Accenture) জিপি আইটির অধিকাংশ শেয়ারের মালিক হতে যাচ্ছে।
(http://img.priyo.com/files/201306/acc-new-300.png)
বুধবার গ্রামীণফোন বোর্ডের ১৩৫ তম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। তবে দুই পক্ষের মধ্যে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার গ্রামীণফোন বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্তটি একটি রুদ্ধদ্বার বৈঠকে জিপিআইটি’র কর্মীদেরকে জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া জিপি আইটির একাধিক কর্মকর্তা জানান, গত কয়েক মাস ধরেই জিপিআইটি’র মালিকানায় পরিবর্তন আসার বিষয়টি আলোচনায় ছিল। অবশেষে সেটি সত্য হল। এখন কি হবে দেখা যাক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গ্রামীণফোন বোর্ড সিদ্ধান্ত নিলেও নিবন্ধিত কোম্পানি হিসেবে বিশেষ সাধারণ সভা ডেকে এই সিদ্ধান্ত অনুমোদন করতে হবে। এক্ষেত্রে আগামী ১ আগস্ট বিশেষ সাধারণ সভা আহবান করেছে গ্রামীণফোন বোর্ড। তারপরেই এ বিষয়ে গ্রামীণফোন এবং অ্যাকসেঞ্চারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে জানা গেছে।
সেক্ষেত্রে সেপ্টেম্বরের কোনো এক সময়ে অ্যাকসেঞ্চার জিপিআইটি’র ম্যানেজমেন্টের ভার নেওয়ার কথা বলেও জানিয়েছে সূত্র।
২০১১ সালের জানুয়ারি মাসে গ্রামীণফোনের তত্ত্বাবধায়নে জন্ম হয় দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি নির্ভর কোম্পানি জিপিআইটি’র। কোম্পানিটি গ্রামীণফোনের পাশাপাশি টেলিনর গ্রুপের অন্যান্য কোম্পানির আইটি সাপোর্ট দিয়ে আসছিল।
অ্যাকসেঞ্চারের মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি হলে দক্ষিন এশিয়সহ সব মিলে ৫৪টি দেশের দুই শতাধিক শহরে তাদের প্রতিষ্ঠান রয়েছে। ভারতের নয়টি রাজ্যে তাদের অফিস রয়েছে। এছাড়া পাশের থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে ব্যবসা করছে অ্যাকসেঞ্চার।
(http://img.priyo.com/files/201306/accenture-body-640.jpg)