Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: yousuf miah on July 01, 2013, 03:24:16 PM

Title: Eat Dates, Remain Healthy
Post by: yousuf miah on July 01, 2013, 03:24:16 PM
খেজুর অতি পরিচিত একটি ফল। আর জনপ্রিয় ফলগুলোর মধ্যে খেজুর অন্যতম। আমরা হয়তো অনেকেই জানি মিষ্টি মধুর ছোট এই ফলটির গুণের কথা। সারা দিনের ক্লান্তি দুর করতে প্রতিদিন একটি খেজুর একজনের জন্য যথেষ্ট। আসছে পবিত্র রমজান মাস আর রমজানে ইফতার করা, মুমিন মুসলিমদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। সারাদিন রোজা রাখার পর আমরা খেজুর খেয়ে ইফতার শুরু করি। খেজুর খেয়ে ইফতার করা সুন্নত। তাই রমজানে খেজুরের কদর বেড়ে যায়। খেজুর না থাকলে আমাদের ইফতার যেন পরিপূর্ণ হয়না। কিন্তু এ খেজুরে কী আছে যে, আমরা এতো গুরুত্বের সঙ্গে খেজুর খাই? আসুন চটজলদি জেনে নিই খেজুরের গুনাগুন।

 খেজুরের উপকারিতা:
•    খাদ্যশক্তি থাকায় দুর্বলতা দূর হয়
•    খেজুর স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে
•    রোজায় অনেকক্ষন খালি পেটে থাকা হয় বলে দেহের প্রচুর গ্লুকোজের দরকার হয়
•    খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এ ঘাটতি পূরণ হয়
•    হৃদরোগীদের জন্যও খেজুর বেশ উপকারী
•    খেজুরের প্রচুর খাদ্য উপাদান রয়েছে
•    খেজুর রক্ত উৎপাদনকারী
•    হজমশক্তি বর্ধক, যকৃৎ ও পাকস্থলীর শক্তিবর্ধক
•    রুচি বাড়ায়
•    ত্বক ভালো রাখে
•    দৃষ্টিশক্তি বৃদ্ধি করে
•    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
•    পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য উপকারী
•    ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সার রোধ করে
•    অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মের সময় খেজুর খেলে জরায়ুর মাংসপেশির দ্রুত সংকোচন-প্রসারণ ঘটিয়ে, প্রসব হতে সাহায্য করে
•    এছাড়াও এ ফল প্রসব-পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয়।
•    খেজুরে আছে ডায়েটরই ফাইবার যা কলেস্টোরল থেকে মুক্তি দেয়।
•    খেজুর লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখে।
যে কোনো ফলের চেয়ে খেজুরের পুষ্টিগুণ বেশি। তাইতো বলা হয়ে থাকে বছরে যতোগুলো দিন আছে, খেজুরে তার চেয়েও বেশি গুন রয়েছে। শুধু রমজান মাসের জন্য নয় সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এই ফলটিকে রাখতে পারি



Md.Yousuf Miah
Accounts Officer
Daffodil International University
Title: Re: Eat Dates, Remain Healthy
Post by: nfeoffice on July 08, 2013, 12:47:14 PM
We should eat dates regularly. Through out the year, it is available in market.
Title: Re: Eat Dates, Remain Healthy
Post by: rumman on July 08, 2013, 04:03:40 PM
Certainly, dates is good food for your health. But, before eating we should wash it properly. And it should be checked whether it is free from formalin or harmful preservative. Otherwise dates can be causes of various diseases.
Title: Re: Eat Dates, Remain Healthy
Post by: Khandoker Samaher Salem on July 25, 2013, 02:43:10 PM
Dates is a water harvesting fruit, it captures water and thus hydrate our body for longer period. We must try to eat dates regularly
Title: Re: Eat Dates, Remain Healthy
Post by: jas_fluidm on July 26, 2013, 12:47:14 PM
thanks
Title: Re: Eat Dates, Remain Healthy
Post by: 710000757 on July 29, 2013, 02:07:58 AM
We can start  to consume this healthy fruit through  ifter in the month of holy Ramadan.
Title: Re: Eat Dates, Remain Healthy
Post by: Kanij Nahar Deepa on August 04, 2013, 03:00:32 PM
But due to formalin dates becoming harmful for health..in our country
Title: Re: Eat Dates, Remain Healthy
Post by: jas_fluidm on August 04, 2013, 03:03:33 PM
nice information