Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: arefin on July 06, 2013, 10:36:34 AM

Title: B’angladesh freelancers earn Tk 10m a day
Post by: arefin on July 06, 2013, 10:36:34 AM
(http://www.banglanews24.com/images/imgAll/2013May/SM/outsourcing-Edit-M20130704084056.jpg)

আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতিদিন এক কোটি টাকা বিদেশ থেকে আয় করছেন। ফ্রিল্যান্সিং এ বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। সম্মেলন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

দেশের প্রযুক্তিপ্রিয় তরুণ-তরুণীরা ভালো ইংরেজি ও নানামুখী কাজ শিক্ষার মাধ্যমে মেধা ধৈর্য্যরে সঙ্গে কাজ করতে পারলে দেশে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান মাধ্যম হয়ে উঠবে আউটসোর্সিং।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী ফ্রিল্যান্স-আউটসোর্সিং সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক আফজালুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল¬াহ ফারুকী।

এতে প্রধান বক্তা ছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও গণিত ওলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।

এ সম্মেলনে সাইদুর মামুন খান বলেন, এ মুহূর্তে দেশে ৪০ হাজার ফ্রিল্যান্সার আছে। এর মধ্যে নারী মাত্র ৪ ভাগ। এক্ষেত্রে নারীদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আউটসোর্সিং ফ্রিল্যান্সার অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রিল্যান্সারের কান্ট্রি ডিরেক্টর সাইদুর মামুন খান, ওয়েব ল্যাবের প্রধান নির্বাহী ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যুগ্ম-সাধারণ সম্পাদক এনায়েত হোসেন রাজীব, শাওন ভূইয়া, বাংলাদেশ কম্পিউটার সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ময়মনসিংহ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি প্রকৌশলী মাহমুদুর হাসান সেলিম ও সদস্য নাহিদ মন্ডল।