Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Alamgir240 on July 09, 2013, 10:52:48 AM
-
ষাট লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়েছে
নিউজ ডেস্ক
আরটিএনএন
ঢাকা: একটি সফটওয়্যার বাগের কারণে ষাট লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ই-মেইল আইডি ভুল ভাবে ছড়িয়ে পড়েছে।
প্রখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের তরফ থেকে একথা স্বীকার করে নেয়া হয়েছে।
এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে ফেসবুকের তরফ থেকে একটি ব্লগ পোস্টের মাধ্যমে বলা হয়েছে, এখনও পর্যন্ত এই সফটওয়্যার বাগের বিকৃত ভাবে ব্যবহারের প্রমাণ মেলেনি।
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যও প্রকাশ্যে আসেনি বলে দাবি করেছে জুকারবার্গের সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট।
এখনও পর্যন্ত যারা এই বাগের মাধ্যমে অসুবিধায় পড়েছেন তাদের কোম্পানির তরফ থেকে ই-মেইল করে জানানো হবে বলেও ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।
-
This was really sad news for Facebook users.