Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: sadia.ameen on July 14, 2013, 11:50:20 AM

Title: বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় শ্রীলঙ্কান সরকার
Post by: sadia.ameen on July 14, 2013, 11:50:20 AM
বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা।
 শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী মৈত্রীপালা শ্রীসেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই  আগ্রহের কথা জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান।

তিনি জানান, শ্রীলঙ্কার মন্ত্রী বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আগ্রহ দেখানোয় প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

পাশাপাশি শ্রীলঙ্কায় বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর জন্য দরপত্র প্রক্রিয়ার শর্ত শিথিল করার আহবান জানান তিনি।

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব মেডিকেল কলেজগুলোতে শ্রীলঙ্কার শিক্ষার্থীদের জন্য সাতটি আসন সংরক্ষণের আগ্রহের কথাও প্রধানমন্ত্রী বলেন।

তিনি জানান, বাংলাদেশে এই মুহূর্তে শ্রীলঙ্কার পাঁচশোরও বেশি শিক্ষার্থীরা চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে লেখাপড়া করছে।

বর্তমানে বিশ্বের প্রায় ৮০টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এ শিল্প থেকে বছরে প্রায় পাঁচ কোটি ডলার আয় করছে বাংলাদেশ।

২০১১ সালে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে।

দারিদ্র বিমোচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির জন্য শ্রীলংকার প্রেসিডেন্টের একটি অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মৈত্রীপালা শ্রীসেনা।

অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। (Source: bdnews24.com)