Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Jokes => Topic started by: sarmin sultana on July 18, 2013, 10:31:47 AM

Title: Half Dozon Jokes
Post by: sarmin sultana on July 18, 2013, 10:31:47 AM
০১)
স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ?
স্ত্রী বলল, হ্যাঁ।
স্বামী রেগে বলল, তাহলে ওই হতচ্ছাড়ার নাম বলো। এক্ষুনি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি।
স্ত্রী বলল, ওগো, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?
০২)
স্ত্রী: এতক্ষণ ধরে ওই কাগজটিতে কী দেখছ তুমি?
স্বামী: কই, কিছু না তো!
স্ত্রী: আরে, এ যে দেখি ডাহা মিথ্যে কথা বলছ। তুমি প্রায় চার ঘণ্টা ধরে আমাদের কাবিননামা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছটা কী, শুনি?
স্বামী: না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।
০৩)
দুই বান্ধবী গল্প করছে।
প্রথমজনঃ আর পারি না। বুঝেছিস! আমার স্বামী সব সময় তাঁর আগের বউয়ের কথা বলতে থাকে।
দ্বিতীয়জনঃ তাও ভালো! আমার স্বামী তো ভবিষ্যতে তার বউ যে হবে, তাকে নিয়ে কথা বলে।
০৪)
স্ত্রী: ব্যবসা করতে করতে তুমি একদম বদলে গেছ। সারা দিন শুধু টাকার হিসাব। টাকা পয়সা বাদ দিয়ে আমার চোখে চোখ রেখে আগের মতো একটা প্রেমময় কথা বলো না প্রিয়তম।
স্বামী: তোমার হাসিটা এখনো লক্ষ টাকা দামের।
০৫)
স্ত্রীকে তুষ্ট করার জন্য রাস্তায় বেরিয়ে স্বামী বললেন, দ্যাখো দ্যাখো গিন্নি, রাস্তায় লোকজন তোমার দিকে কী রকম ঘুরে ঘুরে দেখছে ?
স্ত্রী: আমার দিকে নয়, ওরা তোমার দিকেই তাকাচ্ছে।
স্বামী: কেন কেন?
স্ত্রী: যে তার বউকে গাড়ি চড়াতে পারে না, সে হতভাগাকে না দেখে কেউ থাকতে পারে!
০৬)
নবদম্পতির মঝে ঝগড়া হয়েছে।
স্ত্রী : আমি বাপের বাড়ি চলে যাচ্ছি।
স্বামী : এই নাও ভাড়া।
স্ত্রী : কত দিচ্ছ? এতে তো ফেরার ভাড়া হবে না।
স্ত্রী: বিয়ের আগে তুমি আমাকে উপহার দিতে, এখন আর দাও না কেন?
স্বামী: মাছ ধরার পরে কি জেলেরা মাছকে আর খাওয়ায়?

(Collected)


Sarmin Sultana
Asst. Coordination Officer
BBA Program
Title: Re: Half Dozon Jokes
Post by: sadia.ameen on July 22, 2013, 12:36:54 PM
Its really funny...:)
Title: Re: Half Dozon Jokes
Post by: Kanij Nahar Deepa on August 01, 2013, 02:46:55 PM
funny  :D :D