Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: Khandoker Samaher Salem on July 25, 2013, 10:55:55 PM
-
এই সুপার বাসটিতে ৩৩ জন যাত্রী যাত্রা করতে পারবে . ১৫৫ মাইল প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম সুপার বাসটির মূল্য প্রায় ১০ মিলিয়ন ইউএস ডলার। অদ্ভুত সুন্দর ডিজাইনে তৈরি বিশ্বের সবচেয়ে বেশী ক্ষমতা সম্পন্ন সুপার বাস এটি। হল্যান্ডের ইউনিভার্সিটি অফ টেকনোলোজি বিশ্বের প্রথম সুপার বাসটি ডিজাইন করেছে। গাড়িটির দৈর্ঘ্য ৪৯ ফিট, প্রস্থ ৮ফিট এবং উচ্চতা ৫ফিট ৫ইঞ্চি। গাড়িটি দেখতে অনেকটাই ল্যাম্বর্গিনির মত। ৮টি আধুনিক ডিজাইনের দরজা রয়েছে গাড়িটিতে এবং দুবাই থেকে আবু ধাবি যেতে সময় লাগে মাত্র ৩০মিনিট, দূরত্ব প্রায় ৭৫ মাইল।
-
nice post