Daffodil International University
Health Tips => Health Tips => Skin => Topic started by: chhanda on July 28, 2013, 10:58:56 AM
-
1.মরা কোষ উঠানোর জন্য আমাদের স্ক্রাবার ব্যবহার করতে হয়। কিন্তু আমরা ভেষজ উপাদান দিয়েই স্ক্রাব করতে পারি। এ জন্য ১ চা চামচ করে আতপ চাউলের গুঁড়া, মধু, মেথি, মসুর, ডাল বাটা, কাঁচা হলুদ বাটা, চন্দন বাটা ডাবের পানির সাথে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। বিশ-পঁচিশ মিনিট পর তা ধুয়ে ফেলুন।
2. ত্বককে মসৃণ করার জন্য মসুর ডাল গুঁড়া করে তাতে আধা টেবিল চামচ হলুদ গুড়া, শুকনো পোলাপ পাপড়ি গুঁড়া, চার টেলি চামচ বেসন মিশিয়ে নিন। এ মিশ্রণটি গোলাপ জলের সঙ্গে মিশিয়ে আপনি মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এ মাস্কটি মুখে ও গলায় লাগিয়ে পনের মিনিট শুয়ে থাকুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
3. মুলতান মাটি, গোলাপ জল ও চন্দন গুঁড়া এক সঙ্গে মিশিয়ে মুখে লাগান। বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এ উপকরণটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী।
Collected
-
thanks madam :)
-
U r welcome maam :)