Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: bipasha on August 03, 2013, 10:34:20 AM

Title: বাংলায় হাদিস's status.
Post by: bipasha on August 03, 2013, 10:34:20 AM
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার উপর জুলুম করতে পারে না। তাকে নিঃসঙ্গ ছেড়ে দিতে পারে না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার দিকে ইঙ্গিত করে বলেছেন, তাকওয়া এখানে। এভাবে তিনবার বলেছেন। তারপর বলেছেন, মানুষ অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার মুসলমান ভাইকে নগণ্য বা তুচ্ছ মনে করবে। মুসলমানের সব কিছুই অন্য মুসলমানের জন্য হারাম : তার সম্পদ (সম্পদ অপহরণ করবে না, খেয়ানত করবে না ও কোনো নাজায়েয পন্থায় তা ভোগ করবে না) তার রক্ত (তাকে অন্যায়ভাবে হত্যা করবে না) তার ইজ্জত (তাকে লাঞ্ছিত করবে না)।

-সহীহ মুসলিম