Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: tany on September 01, 2013, 02:38:35 PM

Title: Solar panel in Smart phone
Post by: tany on September 01, 2013, 02:38:35 PM
নতুন প্রযুক্তির স্বচ্ছ পলিমার সেল স্মার্টফোনের স্ক্রিনের উপর স্থাপন করে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
বচ্ছ কাচের উপরিভাগে সূর্যের শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য দুটি পরতের ফিল্ম বানিয়েছেন ইউনির্ভাসিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট লস এঞ্জেলসের (ইউসিএলএ) গবেষকরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে এ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের স্ক্রিনকেও সোলার সেল হিসেবে ব্যবহার করা যাবে।

আবিষ্কৃত পাতলা ডিভাইসটি দুটি পলিমার সোলার সেলের মাধ্যমে সৌরশক্তি সংগ্রহ করে। তারপর একে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করে। বাড়ির জালানায়, গাড়ির সানরুফে ও স্মার্টফোনে ব্যবহার করা যাবে এটি।

গবেষকরা প্রাথমিক পর্যায়ে একটি সোলার সেল নিয়ে কাজ করেছিলেন। এতে কেবল ৪০ ভাগ অবলোহিত রশ্মি থেকে শক্তি সংগ্রহ করা যায়। দুটি লেয়ারযুক্ত নতুন ডিভাইসটি ৮০ ভাগ শক্তি সংগ্রহ করতে পারে।

ইউসিএলএ ইতোমধ্যেই সোলার ফিল্মের প্রোটোটাইপের কাজ শুরু করেছে।


source: http://bangla.bdnews24.com