Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Asif.Hossain on September 11, 2013, 01:39:12 PM

Title: Unveiled mystery of Appendix (এপেন্ডিক্সের রহস্য উন্মোচন )
Post by: Asif.Hossain on September 11, 2013, 01:39:12 PM
শরীরের যে প্রত্যঙ্গটিকে এতো দিন কর্মহীন মনে করা হতো, মনে করা হতো এটি কোন কাজের না, তা এপেন্ডিক্স। কোন কারণে এই এপেন্ডিক্সের কোন প্রকার প্রদাহ বা ব্যথা দেখা দিলে সাধারণত ডাক্তাররা এই অংশটিকে কেটে ফেলে দিতেন। শরীরের একটি ঝামেলাপূর্ণ অংশ মনে করা হতো এটিকে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এবার এই এপেন্ডিক্সের প্রকৃত কাজের খোজ পাওয়ার দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা।
এই অকর্মন্য অংশটিই শরীররের জন্য উপকারী ব্যাকটেরিয়ার নিরাপদ আবাসস্থল বলে জানান তারা। এখানেই তারা নিরাপদে বেড়ে ওঠে এবং কলেরা বা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত ব্যক্তিটির পরিপাকতন্ত্রকে পুনরায় কর্মক্ষম করার জন্য কাজ করে এ ব্যাকটেরিয়া।

(http://img.webmd.com/dtmcms/live/webmd/consumer_assets/site_images/articles/health_and_medical_reference/digestive_disorders/digestive_diseases_appendicitis_appendix.jpg)
নর্থ ক্যরোলাইনার ডিউক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সেন্টারের বিজ্ঞানীরা দেখিয়ে দিলেন যে, বৃহদান্ত্রের যে অংশটিকে এতোদিন অপ্রয়োজনীয় এবং বিরক্তিজনক বলে মনে করা হতো, তা আসলেই মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং মোটেও অপ্রয়োজনীয় নয়। এখানে জন্ম নেয়া ও বেড়ে ওঠা ব্যাকটেরিয়াগুলো হজমে সাহায্য করে এবং কলেরা ও ডায়রিয়ার মতো মারাত্মক রোগ সংক্রমণের পর পরিপাকতন্ত্রকে আবারো আগের অবস্থায় ফিরিয়ে আনে।

এ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিল পার্কার জানান, অস্ট্রেলিয়ার রয়াল মেলবর্ন ইন্সটিটিউট অব টেকনোলজির মেডিক্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ভার্ডাক্সিস জানান, এটি সত্যি এক চমৎকার একটি আবিস্কার, যেখানে এতো ছোট্ট একটি ব্যাকটিরিয়া এতো চমৎকার একটি জায়গায় থাকতে পারে, এ আবিস্কারের আগে তা জানাই ছিল না।

(Source: bdbulatin24.com)

Title: Re: এপেন্ডিক্সের রহস্য উন্মোচন
Post by: Kanij Nahar Deepa on September 11, 2013, 02:37:17 PM
new n informative post...thanks for sharing..............
Title: Re: এপেন্ডিক্সের রহস্য উন্মোচন
Post by: Saba Fatema on September 11, 2013, 02:53:40 PM
Thanks for sharing the post.