গতকাল ২০ সেপ্টেম্বর বাজারে এসেছে আইফোনের দুটো নতুন মডেল—৫এস ও ৫সি। কী থাকছে নতুন আইফোনে, আসছে কী কী পরিবর্তন? এসব নিয়েই আইফোন-ভক্তদের ব্যাকুল প্রতীক্ষার মধ্যেই অ্যাপল ছাড়ল আইফোন ও আইডপ্যাডের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-৭। একটা বিষয় নিশ্চিত, হার্ডওয়্যারে নয়; নতুন আইফোনে নাটকীয় পরিবর্তন বেশি থাকবে এর সফটওয়্যারেই।নতুন এই অপারেটিং সিস্টেমের চেহারাটা হয়তো কিছু কিছু ব্যবহারকারীকে নাখোশ করবে। তবে অ্যাপল আশাবাদী, বর্তমান গ্রাহকদের সন্তুষ্টির পাশাপাশি এটি আবার জোয়ার এনে দেবে আইফোনের ব্যবসায়। অ্যান্ড্রয়েডের দাপটে হারানো রাজত্ব আবার ফিরে পেতে মরিয়া অ্যাপল। আইফোন-৫ প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হওয়ায় বিশ্লেষক র্যামন লামাস মনে করেন, আইওএস-৭ হতে যাচ্ছে অ্যাপলের জন্য বড় ধরনের এক পরীক্ষা, ‘আমি যেসব প্রতিক্রিয়া পাচ্ছি, তাতে লোকেরা বলছে, নতুন আইফোন ঠিকই আছে। তবে আমি বরং পরের বছরের মডেলের জন্যই অপেক্ষা করব।’ অ্যাপল অবশ্য আশাবাদী। এই অপারেটিং সিস্টেমে ২০০টিরও বেশি বৈশিষ্ট্য থাকছে। থাকছে উন্নততর মাল্টিটাস্কিং, শেয়ারিং, নতুন ক্যামেরা অ্যাপস। আর অবশ্যই বহুল প্রত্যাশিত আইটিউনস রেডিও। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর গ্রাফিকসে।
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/300x0x1/uploads/media/2013/09/21/523ca132d28dc-Untitled-6.jpg)
Ref:- http://www.prothom-alo.com/technology/article/49091/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8_%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87_%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8_%E0%A6%86%E0%A6%87%E0%A6%93%E0%A6%8F%E0%A6%B8