Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Life Science => Topic started by: Alamgir240 on September 25, 2013, 06:02:30 PM
-
সবচেয়ে বড় আগ্নেয়গিরি আবিষ্কার
বিজ্ঞানীরা দাবি করেছেন তারা বিশ্বের সবচেয় বড় আগ্নেয়গিরিটির সন্ধান পেয়েছেন। সম্প্রতি প্রশান্ত সহাসাগরের তলদেশে এই আগ্নেগিরিটির সন্ধান পাওয়া গেছে বলে জানান তারা।
ন্যাচার জিওসায়েন্স নামে জার্নালের একদল লেখক জানান ওই আগ্নেয়গিরিটির আয়তন প্রায় ৩ লাখ ১০ হাজার বর্গকিলোমিটার বা ১ লাখ ১৯ হাজার বর্গমাইল। টামু ম্যাসিফ নামের এই আগ্নেয়গিরিটি আয়তনে মঙ্গল গ্রহে অবস্থিত সৌর জগতের বৃহত্তম আগ্নেয়গিরি অলিম্পাস মনসের সঙ্গে তুলনীয়।
এর আগে পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরির স্বীকৃতি ছিল হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মৌনা লোয়ার ঝুলিতে।
টামু ম্যাসিফ সাগর সমতল থেকে ২ কিলোমিটার পানির নিচে অবস্থিত। জাপান থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার পূর্বে পানির নিচে অবস্থিত শাটস্কি রাইজ নামে পরিচিত একটি ভৌগলিক প্লেট বা মালভূমিতে অবস্থিত।
সাড়ে ১৪ কোটি বছর আগে পৃথিবীর কেন্দ্র থেকে যখন ব্যাপক লাভা উদগীরণ হয় তখন এটি গঠিত হয়।
গবেষকদের ধারণা জন্মের পর থেকেই পানিতে ডুবে ছিল এই আগ্নেয়গিরিটি। বর্তমানে এটি মৃত রয়েছে এবং আর কখনো এটি থেকে লাভার উদগীরণ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।
Collected
-
good post
-
Informative post...