Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: tasnuva on September 26, 2013, 11:57:00 AM

Title: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: tasnuva on September 26, 2013, 11:57:00 AM
প্রাকৃতিক উপাদানের যে রোগ নিরাময়ের ক্ষমতা আছে, তা আধুনিক ওষুধ আবিষ্কারের বহু পূর্বে মানুষের জানা ছিল। প্রাকৃতিক উপায়ে ছোট খাটো শারীরিক সমস্যা সমাধানে ইদানিং আবার মানুষের ঝোঁক বাড়ছে। নাক ঝরা, হাঁচি-কাশি, সামান্য জ্বর, ঠান্ডা লাগা-অতি সাধারণ অথচ খুবই ছোঁয়াচে রোগ। তাই এ থেকে মুক্তির প্রাকৃতিক টিপস্ দেওয়া হলো। এতে অবস্থার পরিবর্তন না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

প্রতিকার
১. রাতে শোয়ার আগে সরিষার তেল বা ঘি হালকা গরম করে শুঁকলে সর্দি-ঠান্ডা দূর হয় এবং প্রতিরোধ করে।
২. রাতে খাবার সাথে রসুন খেলেও সর্দি-ঠান্ডা দূর হয়।
৩. সকালে ৪টি তুলসী পাতা এবং ৪টি গোল মরিচ খেলে ঠান্ডা লেগে আসা জ্বর উপশম হয়।
৪. পুদিনাপাতা, তুলসী পাতা, কাঁচা আদা, মধু মিশিয়ে খেলে ঠান্ডা লাগা দ্রুত ভালো হয়।

প্রতিরোধ
১. যাঁদের ঠান্ডা লেগেছে তাদের কাছ থেকে দূরে থাকুন। কারণ এর ভাইরাস নিঃশ্বাসের সঙ্গে, এমনকি হাতের মাধ্যমেও ছড়ায়।
২. পর্যাপ্ত খাওয়া-দাওয়া করলে ও ঘুমালে শরীরে রোগ-প্রতিরোধক্ষমতা বাড়ে।
৩. আপনার ঘরের তাপমাত্রা বেশি শুষ্ক করবেন না, বেশি আর্দ্রও করবেন না। এতে রোগ-প্রতিরোধে সক্ষম হওয়া যায় সহজেই।
৪. নিয়মিত লেবু খান। লেবুতে আছে প্রচুর পরিমানে ভিটামিন সি, যা ঠান্ডা লাগা প্রতিরোধ করে।
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: Saba Fatema on September 29, 2013, 03:23:45 PM
Thanks for sharing.
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: marjan.jmc on October 07, 2013, 02:40:36 PM
Good post. Keep it up.
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: Kanij Nahar Deepa on October 07, 2013, 04:34:02 PM
helpful post...
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: tasnuva on October 08, 2013, 01:49:18 PM
Thank you all:)
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: Narayan on December 09, 2013, 01:58:19 PM
ভাল টিপস... কাজে লাগবে।
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: Nusrat Nargis on December 11, 2013, 11:37:06 AM
thanks for sharing.
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: taslima on December 11, 2013, 12:59:42 PM
helpful tips....thank you
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: nadimhaider on December 28, 2013, 08:28:07 PM
very helpful, thanks
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: Saqueeb on December 29, 2013, 03:16:50 PM
nice and helpful post.
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: Md.Robiul Hasan Ovy on December 29, 2013, 03:26:01 PM
thanks for sharing  :)
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: A.S. Rafi on December 30, 2013, 12:00:45 AM
right post in right time!
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: Farhana Israt Jahan on December 30, 2013, 01:43:58 PM
Thanks for sharing the helpful tips...
Title: Re: সর্দি-ঠান্ডার প্রাকৃতিক নিরাময় !
Post by: tasnuva on December 30, 2013, 04:34:21 PM
Welcome :)