Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: arefin on October 07, 2013, 06:59:57 PM

Title: Internet .... A minute story
Post by: arefin on October 07, 2013, 06:59:57 PM
ইন্টারনেট দুনিয়ায় প্রতি মিনিটে কত কী-ই না ঘটছে! কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের গবেষণায় প্রতি মিনিটে ঘটে এমন বহু তথ্য বেরিয়ে এসেছে।

গবেষণায় দেখা গেছে, মিনিটে ২০৪ মিলিয়ন ই-মেইল বার্তা পাঠানো হচ্ছে।
প্রতি মিনিটে ফেসবুক পেজ দেখা হয় ৬০ লাখ আর ইউটিউবে ১৩ লাখ ভিডিও ক্লিপ ডাউনলোড করা হয়। খবর ডেইলি মেইলর।
৪৭ হাজার অ্যাপ্লিকেশান ডাউনলোড তো হয়-ই আর প্রতি মিনিটে ২০ জন ইন্টারনেট ইউজার তার আইডেন্টিটি বা পাসওয়ার্ড হারান।
গবেষণায় দেখা গেছে, কম্পিউটার ও মোবাইল ফোনের মতো ইন্টারনেট ব্যবহারের ডিভাইসের সংখ্যা ২০১৫ সাল নাগাদ নারা দুনিয়ার জনসংখ্যার দ্বিগুণে পরিণত হবে বলে গবেষণায় জানা গেছে।
অনলাইন ভিত্তিক কেনা বেচার ওয়েবসাইট অ্যামাজন ডটকম এক মিনিটে ৮৩ হাজার ডলার মূল্যের পণ্য বিক্রি করে থাকে।
 যেখানে সারা দুনিয়ায় প্রতি মিনিটে ইন্টারনেটে ছবিই দেখা হয় ২০ মিলিয়ন।
গান শোনা, ভিডিও দেখা, ছবি ডাউনলোড ও অনলাইনে গেমস খেলা টুইটার ফেসবুক স্ট্যাটাস দেয়া এসবের মধ্য দিয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ ইন্টারনেটকে ভুলতেই ভুলে গেছে।