Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on October 10, 2013, 10:15:10 AM

Title: Golden phone of HTC
Post by: maruppharm on October 10, 2013, 10:15:10 AM
অ্যাপল ও স্যামসাং যখন সোনালি রঙের ফোন বাজারে আনতে ব্যস্ত, তখনি তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসি ১৮ ক্যারেট স্বর্ণের ফোন বাজারে আনার কথা জানাল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন টি৩-এর বর্ষসেরা স্মার্টফোনের খেতাব পাওয়া এইচটিসি ওয়ান স্মার্টফোনটির একটি সংস্করণ সোনার তৈরি হবে। এ সংস্করণে মাত্র পাঁচটি স্মার্টফোন বাজারে আনবে এইচটিসি।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, এইচটিসি ওয়ানের মোট পাঁচটি স্মার্টফোনের কাঠামো তৈরিতে ১৮ ক্যারেট সোনার প্রলেপ ব্যবহার করা হবে। এ স্মার্টফোনগুলোর দাম হবে চার হাজার ৪১৬ মার্কিন ডলার।
Title: Re: এইচটিসির স্বর্ণ ফোন!
Post by: Kanij Nahar Deepa on October 10, 2013, 11:28:51 AM
Gold within mobile!!
Title: Re: এইচটিসির স্বর্ণ ফোন!
Post by: sadia.ameen on October 10, 2013, 12:24:53 PM
১৮ ক্যারেট সোনা!!!.... new idea....great....