Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: Asif.Hossain on October 12, 2013, 04:32:32 PM

Title: পাইলস নিরাময়ে কামরাঙা
Post by: Asif.Hossain on October 12, 2013, 04:32:32 PM
পাইলস নিরাময়ে কামরাঙা
কামরাঙার আছে ঔষধি গুণ। বাংলাদেশের প্রায় সব জায়গায় এ ফলটি জন্মে। ভিটামিন সিতে ভরা এ ফলটিতে ভিটামিন এ ও বি আছে প্রচুর পরিমাণে। সর্দি-কাশি দূর করতে এ ফলটি অতুলনীয়।
(http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQjxc7hscQbQ4YnP1V-S11_2lLFVlChg8oYKNsD2y3-zzM7LkxJdg)
এটি মানুষের হজমশক্তি বাড়ায়। পেটের পীড়া দেখা দিলে বা প্রচণ্ড ব্যথা হলে কামরাঙা চিবিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায়। তবে সবচেয়ে বড় গুণ হচ্ছে যারা অর্শ্ব বা পাইলস রোগে ভোগে তাদের জন্য কামরাঙ্গা খুব ভালো কাজ করে।
কামরাঙা শুকিয়ে টুকরো করে তা পানিতে ভিজিয়ে খেলে পাইলস থেকে সহজেই আরোগ্য লাভ করা যায়। অমö-মধুর স্বাদযুক্ত এই ফলটি যত পারা যায় খেলে অনেক শরীরিক সমস্যা থেকেই মুক্তি মিলবে।