Daffodil International University
Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Asif.Hossain on October 20, 2013, 12:02:06 PM
-
প্যারাসিটামল
ইংরেজি Paracetamol
রাসায়নিক সংকেত- C8H9NO2
চিকিৎসায় ব্যবহৃত ৪-এ্যাসিটামিডোফেনল নামক ড্রাগটিকে প্যারাসিটামল বলা হয়। এটি একটি গন্ধহীন, সাদা মিহিদানা বিশিষ্ট ড্রাগ। এর স্বাদ সামান্য তিতা। এর গলনাঙ্ক ১৬৯-১৭২ ডিগ্রী সেলসিয়াস। আণবিক ওজন ১৫১.২।
বেদনানাশক, বিভিন্ন কারণে সৃষ্ট জ্বর উপশমকারী ঔষধ হিসাবে এই ড্রাগটি ব্যাপক ব্যাবহৃত হয়। যে সকল রোগীর দেহে এ্যাসপিরিন প্রতিক্রয়া করে, সে সকল রোগীকে এ্যাসপিরিনের বিকল্প হিসাবে প্যারাসিটামল দেওয়া হয়। পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ত্বকে স্ফোটক, বমির ভাব দেখা দিতে পারে। যে সকল রোগীর দেহে গ্লুকোজ-৬-ফসফেট ডিহাইড্রোজিনেজের অভাব আছে, তাদেরকে প্যারাসিটামল দেওয়া উচুৎ নয়। বয়স্ক মানুষের দেহে এর প্রতিক্রিয়া তেমন গুরুতর হয় না। তবে ৩ বৎসরের নিচের বয়সের শিশুর জন্য এর প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে।
সূত্র :
ড্রাগ ডিসপেনসেটরী। সম্পাদক আনোয়ার রশীদ
-
excellent post.
-
Good post :)