Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Asif.Hossain on October 20, 2013, 12:04:19 PM

Title: Chlorpheniramine Maleate (ক্লোরফেনিরামিন মেলিয়েট)
Post by: Asif.Hossain on October 20, 2013, 12:04:19 PM
ক্লোরফেনিরামিন মেলিয়েট
ইংরেজি Chlorpheniramine Maleate।
(http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcR3O6krQf-NzvgBpjE3e0fTCbuJe_TUyer7X7R7ZF-M6XpvENlNYw)

চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত ড্রাগ বিশেষ। এর রাসায়নিক সংকেত- C16H19ClN2C4H4O4।

এর আণবিক ওজন ৩৯৯.৮৭। এটি গন্ধহীন সাদা রঙ বিশিষ্ট দানাদার পাউডার বিশেষ। এর গলনাঙ্ক ১৩০-১৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই ড্রাগটিকে আলোনিরোধক বদ্ধ পাত্রে সংরক্ষণ করা হয়। এটি এন্টি-হিস্টামিন হিসাবে ব্যবহার করা হয়। নাকের প্রদাহ, বিভিন্ন ধরনের এ্যালার্জি প্রতিরোধের জন্য এই ড্রাগটি ব্যবহৃত হয়ে থাকে।