Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Asif.Hossain on October 20, 2013, 12:06:28 PM

Title: Chlorhexidine Gluconate Solution (ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট সলিউশান)
Post by: Asif.Hossain on October 20, 2013, 12:06:28 PM
ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট সলিউশান
ইংরেজি Chlorhexidine Gluconate Solution
(http://images.chemnet.com/suppliers/chembase/161/161987_1.gif)

চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত ড্রাগ বিশেষ। এর রাসায়নিক সংকেত- C22H30Cl2N10, 2C6H12O7। এর আণবিক ওজন ৮৯৭.৮। এটি হরিদ বর্ণের তিক্ত স্বাদযুক্ত তরল পদার্থ। এই ড্রাগটি সহজে পানিতে গলে যায়।

এটি মূলত জীবাণু নাশক ড্রাগ। তবে সাবান জাতীয় উপকরণের সাথে এর ব্যবহার করা হয় না। অধিকাংশ গ্রাম-পজেটিভ ও গ্রাম-নেগেটিভ জীবাণু ধ্বংস করতে সক্ষম হলেও এটি এসিড-ফাস্ট জীবাণু, জীবাণুর স্পোর, ছত্রাক ও ভাইরাস ধ্বংস করতে পারে না। প্রসবকালীন সময়ে মা ও শিশুর জীবাণু সংক্রামণ রোধে এর ব্যবহার করা হয়। যে কোন অস্ত্রপচারের আগে ত্বকে এই ড্রাগটি ব্যবহার করা হয়। কানের জীবাণু সংক্রমণ রোধে এর ব্যবহার নিষিদ্ধ।
Title: Re: Chlorhexidine Gluconate Solution (ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট সলিউশান)
Post by: maruppharm on October 29, 2013, 02:08:25 PM
Very informative.
Title: Re: Chlorhexidine Gluconate Solution (ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট সলিউশান)
Post by: Kanij Nahar Deepa on October 30, 2013, 03:00:06 PM
Most commonly used as surgical scrub...like hexisol