Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Asif.Hossain on October 20, 2013, 12:12:35 PM

Title: Chloroxylenol (ক্লোরোক্সিলেনল)
Post by: Asif.Hossain on October 20, 2013, 12:12:35 PM
ক্লোরোক্সিলেনল
ইংরেজি Chloroxylenol

(http://www.pharmacopeia.cn/v29240/images/v29240/g-175.gif)

চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত ড্রাগ বিশেষ। এর রাসায়নিক সংকেত- C8H9Cl0। এর আণবিক ওজন ১৫৬.৬। এটি সাদা বা হাল্কা ঘি রঙের দানাদার পাউডার হিসাবে পাওয়া যায়। এই ড্রাগটি ফুটন্ত পানি, এ্যালকোহল, ইথার, টারপিন ও এ্যালকালি হাইড্রোক্সাইড সলিউশানে গলে যায়। এর গলাঙ্ক ১১৪-১১৬ ডিগ্রী সেলসিয়াস।

এটি একটি জীবাণু নাশক ড্রাগ। এই কারণে ক্রিম, লোশান, ইরিগেশনের সাথে এই ড্রাগটি ব্যবহার করা হয়। স্ট্রেপ্টোকেক্কাস জীবাণুর উপর এর প্রভাব সর্বাধিক। এটি কোন গ্রাম-নেগেটিভ জীবাণুর উপর কাজ করে না।
Title: Re: Chloroxylenol (ক্লোরোক্সিলেনল)
Post by: Saqueeb on November 02, 2013, 02:29:27 PM
informative.