ছাগলবাটি
বৈজ্ঞানিক নাম : Naravelia zeylanica
(http://upload.wikimedia.org/wikipedia/commons/8/87/Naravelia_zeylanica_(Plants_of_the_coast_of_Coromandel).jpg)
Ranunculaceae গোত্রের অন্তর্গত Naravelia গণের একটি প্রজাতি। নেপালসহ হিমালয়ের অপেক্ষাকৃত উষ্ণস্থানে এই গাছ জন্মে। সমতলে বাংলাদেশ ও ভারতের হিমালয় সংলগ্ন অঞ্চলে এই গাছ প্রচুর জন্মে। ভারতের কর্ণাটক এবং তৎসংলগ্ন অঞ্চলেও এই গাছ পাওয়া যায়।
এটি একটি লতানো উদ্ভিদ। এর পাতা চামড়ার মতো। ফুলো গুচ্ছবদ্ধ হয়। ফুলের রঙ ঈষৎ পীতবর্ণ। বর্ষাকালে এর ফুল ফোটে আর শীতকালে ফল হয়। ফলের আকার অনেকটা আকন্দফলের মতো। এর গাত্রবর্ণ লাল এবং বহিরাবরণ বেশ শক্ত।
এই গাছের আঠা নখের কোণা উঠা রোগের উপশম করে।
সূত্র :
http://www.scientific-web.com/en/Biology/Plants/Magnoliophyta/NaraveliaZeylanica01.html