Daffodil International University

Faculties and Departments => Allied Health Science => Life Science => Topic started by: Asif.Hossain on October 20, 2013, 12:59:24 PM

Title: Ochrocarpus Longifolius (নাগকেশর)
Post by: Asif.Hossain on October 20, 2013, 12:59:24 PM
নাগকেশর
সংস্কৃত : নাগকেশর।
ইংরেজি : Surangi।
বৈজ্ঞানিক নাম: Ochrocarpus Longifolius
বাংলাতে নাগেশ্বর এবং নাগকেশর দুটি পৃথক গাছকে বুঝানো হয়। নাগেশ্বরের বৈজ্ঞানিক নাম : Mesua ferrea আর নাগকেশরের বৈজ্ঞানিক নাম Ochrocarpus Longifolius

(http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSwWxVycdFMLb232UzDUCzkUWgmXTiP8vr25Khcq_k6Aaldhe6BnA)

Guttiferae গোত্রের অন্তর্গত এক প্রকার চিরসবুজ বৃক্ষ। এটি ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও দক্ষিণ ভারতে প্রচুর দেখা যায়। বাংলাদেশের উত্তরাঞ্চল ও চট্টগ্রাম বিভাগে এই গাছ সবচেয়ে বেশি দেখা যায়।

এই গাছ প্রায় ১০০ ফুট লম্বা হয়। এদের ডাল বেশ নরম এবং গোলাকার। বাকল ০.৫ ইঞ্চি পুরু এবং ঈষৎ লাল। এর কাঠের রঙ লালচে।

এই গাছে প্রচুর পাতা হয়। পাতার রঙ গাঢ় সবুজ। পত্রফলক ৫-৯ ইঞ্চি লম্বা, ২-২.৫ ইঞ্চি বিস্তৃত হয়। পাতার নিচের দিকে অবনত থাকে। পত্রবৃন্ত .২৫ ইঞ্চি।

এই গাছে সুগন্ধি ছোটো ছোটো ফুল ফোটে। ফুলগুলো উভয় লিঙ্গিক। ফুলের ব্যাস ২/৩ ইঞ্চি। ফুলের বহিচ্ছদ ৪টি এবং দুই সারিতে থাকে। পাপড়ির রঙ পীতাভ লাল। পুংকেশর বহু এবং সোনালি বর্ণের হয়। গর্ভকেশরের মুণ্ডু ঢালের মতো।

এর ফল মোচার মতো। এর দৈর্ঘ্য ১-১.২৫ ইঞ্চি। ফুল থেকে এক প্রকার আঠা বের হয়। এর বীজ ১-৪টি হয়। বীজের রঙ ধূসর। ফেব্রুয়ারি-এপ্রিল মাসে ফুল ফোটে । সেপ্টেম্বর মাসে ফল হয়।

এই গাছের কাঠ বেশ শক্ত হয়। কাঠের রঙ লাল।

সূত্র :
ভারতীয় বনৌষধি । প্রথম খণ্ড। কলিকাতা বিশ্ববিদ্যালয়। ২০০২