Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Asif.Hossain on October 20, 2013, 01:15:10 PM

Title: Phyllanthus acidus (অরবরই)
Post by: Asif.Hossain on October 20, 2013, 01:15:10 PM
অরবরই
সমার্থক নাম : রুয়াল, ফলসা।
ইংরেজি: Malay gooseberry, Tahitian gooseberry, country gooseberry, star gooseberry, West India gooseberry।
বৈজ্ঞানিক নাম : Phyllanthus acidus।

Phyllanthus গোত্রের এই গাছটি সাধারণভাবে gooseberry বলা হয়। এর আদি নিবাস মাদাগাস্কার। এই গাছ প্রবাসী ভারতীয়দের দ্বারা ভারতবর্ষে এসেছে। বর্তমানে বাংলাদেশের অনেক অঞ্চলেই এই গাছ পাওয়া যায়। ঢাকা ও দক্ষিণ বাংলা এই ফলটি ফলসা নামে পরিচিত। পাবনা এবং তৎসংলগ্ন অঞ্চলে এই ফলটি রুয়াল নামে পরিচিত।
(http://www.onushilon.org.bd/plant/image/arbo1.jpg)
এদের উচ্চতা ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। কাণ্ড যথেষ্ঠ নরম। একটি দীর্ঘ পত্রকাণ্ডের গায়ের এর বেশ বড় বড় পাতা ঝুলে থাকে। দৈর্ঘ্যে প্রতিটি পাতা ২-৭.৫ সেন্টিমিটার হয়ে থাকে। এদের ফুলগুলো স্ত্রী-পুরুষভেদ রয়েছে। ফলগুলো হলদেটে এবং রসে পরিপূর্ণ তবে স্বাদে বেশ টক।

এর রস যকৃত, পেটের পীড়া, হাঁপানি, কাশি, বহুমূত্র, অজীর্ণ, জ্বর নিরাময়ে বিশেষ উপকারী। এছাড়া এই ফলের বীজে (সংখ্যায় তিনটি হয়) অনুরূপে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে।

সূত্র :
ভারতীয় বনৌষধি, প্রথম খণ্ড। কলিকাতা ২০০২। পৃষ্ঠা ৪৮৭।

http://en.wikipedia.org/wiki/Phyllanthus_acidus
Title: Re: Phyllanthus acidus (অরবরই)
Post by: Saqueeb on November 02, 2013, 02:28:41 PM
informative.
Title: Re: Phyllanthus acidus (অরবরই)
Post by: Arif on November 06, 2013, 01:36:31 PM
informative...nice post......Thank you ...
Title: Re: Phyllanthus acidus (অরবরই)
Post by: mustafiz on November 28, 2013, 11:43:46 PM
Informative post.Thanks