Daffodil International University
Health Tips => Health Tips => Skin => Topic started by: chhanda on October 23, 2013, 01:45:47 PM
-
ব্যবহার পদ্ধতি ঃ
১.বেসন ২ চা চামচ + পরিমাণমত পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান । শুকানোর পর ধুয়ে ফেলুন ।
এতে মুখের তৈলাক্ত ( তেলতেলে ) ভাবটা কমে যাবে । উজ্জ্বলতা বাড়বে।
এটি সপ্তাহে ৪ দিন করতে পারবেন ।
২.বেসন ১ কাপ + হলুদের গুড়ো আধা চা চামচ + (লেবুর রস ২ চা চামচ + সামান্য মধু ) + প্রয়োজন মত পানি
সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে পেস্ট এর মত করে নিন ।
এবার এই মিশ্রণ টি পুরো শরীরে লাগান । একটু শুকিয়ে তারপর ধুয়ে ফেলুন ।
এতে শরীরে ত্বক হবে মসৃণ এবং উজ্জ্বল ।
collected