Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: shahalam1984 on October 27, 2013, 02:28:28 PM
-
অ্যান্ড্রয়েড ও আইওএসে রিমোট ডেস্কটপ
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেস্কটপের সঙ্গে মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোনের সংযোগ ঘটাতে রিমোট ডেস্কটপ অ্যাপের নতুন ভার্সন বানিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। অ্যাপটি ব্যবহার করে দূর থেকেও কম্পিউটার চালানো যাবে।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, অ্যাপটি গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য আলাদা অ্যাপ বানিয়েছে মাইক্রোসফট। অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ও আইওএস ডিভাইসের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে।
অ্যাপটির মাধ্যমে তথ্য আদানপ্রদানকে নিরাপদ বলেই জানানো হয়েছে। এতে দূর থেকেও ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে হাই কোয়ালিটি ভিডিও ও মিউজিক শোনার ব্যবস্থা আছে। আইওএস ভার্সনের মাধ্যমে বড় পর্দায় দেখানো যাবে উইন্ডোজ পিসির ছবি ও বিভিন্ন ফাইল।
এখনও আনুষ্ঠানিকভাবে অ্যাপটি নিয়ে প্রচারণা শুরু করেনি মাইক্রোসফট।
Source: http://bangla.bdnews24.com/tech/article690235.bdnews