Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: ariful892 on October 28, 2013, 04:06:31 PM

Title: নামাজের ১০ টি উপকারিতা
Post by: ariful892 on October 28, 2013, 04:06:31 PM
১. নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেক
বৃদ্ধি পায় ।

২. নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের চোখ যায় নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনের
স্থিরতা বৃদ্ধি পায়।

৩. নামাজের মাধ্যমের আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।

৪. নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে।

৫. নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়।

৬. নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর
ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।

৭. নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩ বার ধৌত করার ফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।

৮. ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেস তৈরি হয় ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।

৯. কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে।

১০. কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায় কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে ।
Title: Re: নামাজের ১০ টি উপকারিতা
Post by: Kanij Nahar Deepa on November 17, 2013, 02:33:16 PM
Alhamdulillah...
Title: Re: নামাজের ১০ টি উপকারিতা
Post by: yousuf miah on March 13, 2014, 11:21:50 AM
helpful post............
Title: Re: নামাজের ১০ টি উপকারিতা
Post by: taslima on March 13, 2014, 11:32:59 AM
well information
Title: Re: নামাজের ১০ টি উপকারিতা
Post by: hassan on December 30, 2014, 10:39:26 AM
Thanks for sharing
Title: Re: নামাজের ১০ টি উপকারিতা
Post by: Karim Sarker(Sohel) on January 12, 2015, 09:46:38 AM
খুবি বিজ্ঞান মুলক তথ্য,
ধন্যবাদ মিঃ আরিফুল
তবে এর চেয়ে বড় বিষয় হল
আল্লাতায়ালা পবিত্র কোরান মজিদে বলেছেন -
"নিশ্চিত ভাবে নামাজ মানুষকে খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে"