Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: shahalam1984 on October 28, 2013, 04:29:53 PM
-
সাগরে কৃষ্ণগহ্বর?
শক্ত প্রমাণ না মিললেও বিজ্ঞানীদের ধারণা ছিল, মহাসাগরেও রয়েছে কৃষ্ণগহ্বরের অস্তিত্ব। এবার কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি থেকে তার কিছুটা প্রমাণ মিলল। ছবি বিশ্লেষণ করে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কয়েকটি মহাসাগরীয় ঘূর্ণির খোঁজ পেয়েছেন ইটিজেড জুরিখের অধ্যাপক জর্জ হলার এবং মায়ামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রান্সিসকো বেরন-ভেরা। গাণিতিক সূত্রের মাধ্যমে তাঁরা দেখেছেন খোঁজ পাওয়া কয়েকটি ঘূর্ণির প্রকৃতি কৃষ্ণগহ্বরের মতো। জর্জ-ফ্রান্সিসকোর দাবি, দক্ষিণের মহাসাগরীয় স্রোত থেকে ‘পথভ্রষ্ট’ হয়ে এই ঘূর্ণির উৎপত্তি। পথভ্রষ্ট এই স্রোত ক্রমেই মূল স্রোতবরাবর ধীরে ধীরে পাক খেতে শুরু করে। অবশ্য এই পাক খাওয়া শুরু করতে কয়েক দিন লাগতে পারে। পাক খাওয়া এই স্রোতের মধ্যে শীতল স্রোতের পাশাপাশি উষ্ণ স্রোতও মিশে থাকে। নিউ সায়েন্টিস্ট
Source: http://www.prothom-alo.com/technology/article/55206/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87_%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%97%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0