Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: maruppharm on October 29, 2013, 01:44:10 PM

Title: ফেসবুকে পাজল গেম প্রতিযোগিতা
Post by: maruppharm on October 29, 2013, 01:44:10 PM
২৪ অক্টোবর থেকে আসুসের সৌজন্যে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ফেসবুকে শুরু হয়েছে ‘পাজল গেম’ প্রতিযোগিতা। এক মাস চলবে এটি।ফেসবুকে প্রতিযোগিতার প্রথম ১৪ দিন প্রতিদিনে সর্বোচ্চ স্কোর করা প্রতিযোগীকে দেওয়া হবে ১টি করে মোবাইল ফোন। এই ১৪ জন খেলবেন ২৩ নভেম্বর পর্যন্ত। সর্বোচ্চ যিনি স্কোর করবেন, তিনি পাবেন আসুসের ফোনপ্যাড ট্যাবলেট পিসি। প্রতিযোগিতার ঠিকানা:www.facebook.com/ASUS.Bangladesh।