Daffodil International University

Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: ariful892 on October 30, 2013, 11:56:04 AM

Title: মঙ্গলে যাবে নাসার নতুন নভোযান
Post by: ariful892 on October 30, 2013, 11:56:04 AM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/300x0x1/uploads/media/2013/10/30/527001de03083-Untitled-3.png)
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এবার মঙ্গল গ্রহে নভোযান পাঠাতে যাচ্ছে। আগামী মাসে নতুন একটি অনুসন্ধানী নভোযান পাঠাবে। এটি ম্যাভেন নামের একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) বহন করবে যা লাল গ্রহটিতে বায়ুমণ্ডল হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করবে। নভোযানটি আগামী ১৮ নভেম্বর যাত্রা শুরু করে মঙ্গলে পৌঁছাতে প্রায় ১০ মাস সময় নেবে। মঙ্গলপৃষ্ঠের প্রায় ছয় হাজার ১১৫ কিলোমিটার ওপর দিয়ে গ্রহটিকে প্রদক্ষিণ করবে ম্যাভেন। এতে প্রায় এক দশকের জ্বালানি মজুত রয়েছে। বিজ্ঞানীদের আশা, মঙ্গলের বায়ুমণ্ডল হারিয়ে যাওয়ার আগে কেমন ছিল, তা জানাতে পারবে ম্যাভেন। এই অভিযানে ৬৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে।