Daffodil International University

Health Tips => Health Tips => Hair Loss / Hair Maintenance => Topic started by: chhanda on October 31, 2013, 10:37:22 AM

Title: Hear Care (চুলের যত্নে মেথি )
Post by: chhanda on October 31, 2013, 10:37:22 AM
চুলের যত্নে মেথির কোন তুলনা নেই।

-চুল পড়া কমাতে মেথি, আমলা , শিকাকাই, রিঠা গুঁড়া ও টক দই একসাথে মিশিয়ে পুরো চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই প্যাক নিয়মিত লাগালে চুলের গোঁড়া মজবুত হবে আর চুল পড়ার সমস্যাও কমে যাবে।

-খুশকি দূর করতে ২ চা চামচ মেথি গুঁড়ো করে চার কাপ পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন চুল ধোয়ার জন্য এই পানি ব্যবহার করুন। খুশকির সমস্যা অনেকটাই কমে যাবে ।

collected
Title: Re: চুলের যত্নে মেথি
Post by: sadia.ameen on October 31, 2013, 02:08:06 PM
মেথির কোন তুলনা নেই!