Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on November 04, 2013, 12:47:18 PM
-
ন্ধ মানুষের চোখের সঙ্গে মস্তিষ্কের কোনো সংযোগ নেই। কিন্তু গভীর অন্ধকারেও আমাদের মন চিন্তা করে, শরীরটা নড়াচড়া করছে। এ ক্ষেত্রে মনের চোখে তৈরি হয় গতিময় সংবেদনশীল অনুভূতি। আর সেই অনুভূতি অনেকটাই আমাদের দর্শনানুভূতির কাছাকাছি পর্যায়ের।
যুক্তরাষ্ট্রের রচেস্টার বিশ্ববিদ্যালয় ও ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১২৯ জনের মস্তিষ্কের গতিবিধি নিয়ে পাঁচটি পরীক্ষা চালান। তাঁদের চোখ বন্ধ অবস্থায় মস্তিষ্ক ছায়া শনাক্ত করতে পারে কি না, যাচাই করে দেখা হয়। পরীক্ষায় ৫০ থেকে ৭৫ শতাংশ অংশগ্রহণকারী তাঁদের চোখ বন্ধ অবস্থায় সামনে হাত নাড়লে সেটি টের পান বলে প্রমাণিত হয়। অথচ তখন তাঁদের মস্তিষ্কে সব ধরনের আলোকপ্রবাহ বন্ধ ছিল।
সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, আলোর উপস্থিতি ছাড়াই মানুষের মস্তিষ্ক বিভিন্ন কাজের পরিণতি সম্পর্কে আগে থেকে অনুমান করে নিতে পারে। আর এটাই হয়তো অন্ধদের ‘দর্শনানুভূতির’ রহস্য। পপুলার সায়েন্স।