Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: ariful892 on November 05, 2013, 09:12:22 AM
-
বেশির ভাগ মানুষ যতটুকু ধারণা করে, গুগল তার থেকেও অনেক শক্তিশালী সার্চ ইঞ্জিন। গুগলের নিজস্ব প্রোগ্রাম, অন্য প্রতিষ্ঠানের (থার্ড-পার্টি) এক্সটেনশন দিয়ে সুনির্দিষ্ট তথ্য অনুসন্ধানের মাধ্যমে নিজের দরকারি তথ্য খোঁজার কাজটা আরও সুন্দর ও সহজভাবে করা যায়। পছন্দের কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য প্রথমে site: লিখে ওই সাইটের নাম এবং পরে যা খুঁজতে চান, তা লিখতে হবে। যেমন প্রথম আলোর কম্পিউটার প্রতিদিনে প্রকাশিত সব হেল্পলাইন লেখা খুঁজে পেতে হলে লিখতে হবে site:prothom-alo.com হেল্পলাইন। যেকোনো ধরনের ফাইল বিনা মূল্যে নামাতে চাইলে গুগলের সাহায্যে তা করা যাবে। যেমন কোনো অ্যান্ড্রয়েড অ্যাপের APK ফাইল খুঁজতে চাইলে লিখতে হবে -inurl:htm-inurl:html intitle:”index of” apk। এভাবে বিভিন্ন অডিও, ভিডিও, চলচ্চিত্র এবং ই-বুক সহজে খুঁজে ডাউনলোড করা যাবে। ভুল বা অজানা শব্দের ক্ষেত্রে প্রাপ্ত সাজেশনের ভিত্তিতে তথ্য খোঁজা যায়। সে জন্য গুগলের তথ্য খোঁজার জায়গায় (সার্চ বক্স) পুরো শব্দসমষ্টি লিখতে হবে, তারপর যে শব্দটি পরিবর্তন করতে হবে, সেটি মুছে ফেললে সেখানে এটির বিভিন্ন সাজেশন দেখাবে। যেমন how to jailbreak an iphone লিখে jailbreak শব্দটি মুছে how to an iphone পর্যন্ত রাখলে শব্দটির বদলে নিচে প্রয়োজনীয় সাজেশন দেখা যাবে। কোনো কিছু তুলনামূলক বিচারে যাচাই করতে চাইলে শব্দের মাঝে vs বসিয়ে, যেমন স্যামসাংয়ের গ্যালাক্সি ও অ্যাপলের আইফোন তুলনা করতে চাইলে লিখতে হবে galaxy vs iphone অথবা শুধু galaxy vs লিখলেও এর সমতুল্য সাজেশন দেখাবে।
পুরোনো ওয়েব পেইজ দেখতে চাইলে অথবা ডাউন হয়ে যাওয়া কোনো সাইটে প্রবেশ করতে হলে গুগল ক্যাশ ব্যবহার করে তা করা যাবে। সে জন্য ওই পেজ বা সাইটটি সার্চ করে তারপর ‘cache’ বা ‘সঞ্চিত পাতা’ লিংকটি খোঁজার প্রয়োজন নেই। একেবারে সার্চ বক্সেই cache: লিখে তারপর সাইটের ঠিকানা লিখলেই হবে।