(http://www.priyo.com/files/story/201311/Untitled_0.jpg)
আমরা কিছু খেতে বসলেই কোথা থেকে যেনো মাছি উড়ে এসে ভন ভন শুরু করে। বার বার এক খাবার থেকে উড়ে অন্য খাবারে বসে। আর ঘরে একটি মাছিই সবার শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। মাছির যন্ত্রনা থেকে নিস্তার পাওয়ার একটি সহজ উপায় আছে। আর এর জন্য প্রয়োজন কেবল কিছু লবঙ্গের।
ঘরে মাছির উপদ্রব এড়াতে এক টুকরা সুতি কাপড়ের মাঝখানে ৫/৬টি লবঙ্গ রাখুন। এবার কাপড়টিকে সুতা কিংবা রাবার ব্যান্ড দিয়ে মুখ বন্ধ করে বাঁধুন। এবার মাছি প্রবেশ করে এমন যায়গা যেমন জানালা, দরজা ইত্যাদি স্থানে লবঙ্গের পুঁটলিটি সুতা দিয়ে ঝুলিয়ে দিন। তাহলে লবঙ্গের ঝাঁঝালো গন্ধে মাছি ঘরে ঢুকবে না সহজে। ভালো ফল পেতে কিছুদিন পর পর আগের লবঙ্গ ফেলে দিয়ে নতুন করে রাখুন।
Source: http://www.priyo.com