Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on November 09, 2013, 12:34:34 PM

Title: কক্সবাজারে হবে আইটি ভিলেজ
Post by: maruppharm on November 09, 2013, 12:34:34 PM
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণএলকা—ইপিজেডের আদলে পর্যটন শহর কক্সবাজারে দেশের প্রথম আইটি ভিলেজ করা হবে। এই ভিলেজ তৈরি হলে কক্সবাজারকে বহুমাত্রিক প্রযুক্তিনির্ভর পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যাবে এবং এতে দেশি-বিদেশি পর্যটকের পাশাপাশি জেলার শিক্ষিত তরুণদের কর্মসংস্থান করা যাবে। গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত হাইটেক পার্ক স্থাপন-সংক্রান্ত কর্মশালায় জেলা প্রশাসক মো. রুহুল আমিন এ কথা বলেন।

এ সময় তিনি জানান, আইটি ভিলেজ স্থাপনের জন্য দ্রুত প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়া হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ পড়েন মন্ত্রণালয়ের সহকারী সচিব আহসান উদ্দিন। আলোচনায় অংশ নেন আইসিটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম লুৎফুর রহমান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমসহ অনেকে।