Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on November 09, 2013, 12:34:57 PM
-
সরকারি কাজে ওয়েবভিত্তিক ই-মেইল সেবা জিমেইল, ইয়াহু ও হটমেইলের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। জানা গেছে, সরকারি তথ্য ও নথিপত্রে মার্কিন গোয়েন্দা নজরদারি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ই-মেইল আদান-প্রদান চলবে ভারতের সরকারি ওয়েবসাইট এনআইসির (ন্যাশনাল ইনফরমেশন সেন্টার) ই-মেইল সেবার মাধ্যমে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শুধু এনআইসি মেইল ব্যবহার করবেন। ভারতের ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি দপ্তরের সম্পাদক জে সত্যনারায়ণ গত সপ্তাহে জানান, এ জন্য সরকারি সব মন্ত্রণালয়ের মতামত নেওয়া হচ্ছে। —অমর সাহা, কলকাতা