Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Sultan Mahmud Sujon on November 09, 2013, 08:25:36 PM

Title: উত্তর শুনেই মনটা খুব খারপ হয়ে গেল(09.11.13)
Post by: Sultan Mahmud Sujon on November 09, 2013, 08:25:36 PM
প্রিয় পাঠক,



প্রশ্ন নং ১: স্কুল /কলেজ/বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানি এ সব কাদের জন্য, স্টুডেন্ট না থাকলে কি এ সবের প্রয়োজন ছিল?

প্রশ্ন নং ২: আর এ সব এর মধ্যে হয়ে যাওয়া বিভিন্ন অনুষ্ঠান সে সব কাদের জন্য।

এই লেখাটি নোট করে রাখলাম,  আমার ওয়েব পেজেও রেখে দিবো।


আমার জীবনে কোখন কোন দিন কারো সাথে খারাপর ব্যবহার করি নি। তবে কেন আমি খারাপ ব্যবহার আশা করতে পারি।আজ তাই হলো----
http://www.banglatimes24.com/?p=138806