Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: maruppharm on November 12, 2013, 05:01:59 PM

Title: স্মার্টফোনের দাম কমাল স্যামসাং
Post by: maruppharm on November 12, 2013, 05:01:59 PM
বাংলাদেশের বাজারে মডেলভেদে দুই হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত স্মার্টফোনের দাম কমিয়েছে স্যামসাং। বাংলাদেশের স্যামসাং কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি সিরিজের বিভিন্ন স্মার্টফোনের দাম কমানো হয়েছে। ২১ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি কোর এখন পাওয়া যাবে ১৯ হাজার ৯০০ টাকায়। এ ছাড়া ২৯ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড ২৭ হাজার ৯০০ টাকায়, ৬৩ হাজার ৫০০ টাকা দামের গ্যালাক্সি এস৪ এখন আট হাজার ৫০০ টাকা কমে ৫৫ হাজার টাকায়, গ্যালাক্সি এস৪ মিনি ৪২ হাজার ৫০০ টাকা থেকে কমে ৩৭ হাজার টাকায় কেনার সুযোগ রয়েছে। এ ছাড়া ১৮ হাজার টাকা কমে গ্যালাক্সি নোট টু এখন ৪৭ হাজার টাকায় বিক্রি করছে স্যামসাং।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নির্দিষ্ট স্টোর থেকে মাসিক কিস্তি দিয়েও স্মার্টফোন কেনার সুবিধা থাকছে। এখন গ্রাহকেরা মাসপ্রতি দুই হাজার ২১১ টাকায় নয় মাসে গ্যালাক্সি কোর, মাসপ্রতি দুই হাজার ৩২৫ টাকায় ১২ মাসে গ্যালাক্সি গ্র্যান্ড, মাসপ্রতি তিন হাজার ৮৩ টাকায় ১২ মাসে গ্যালাক্সি এস৪ মিনি, মাসপ্রতি চার হাজার ৫৮৩ টাকায় ১২ মাসে গ্যালাক্সি এস৪ এবং মাসপ্রতি তিন হাজার ৯১৬ টাকায় ১২ মাসে গ্যালাক্সি নোট টু কিনতে পারবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড অথবা অ্যামেক্স ক্রেডিট কার্ড ব্যবহার করে এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।