Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on November 13, 2013, 09:56:03 AM

Title: রোবট তৈরির নতুন পদ্ধতি
Post by: maruppharm on November 13, 2013, 09:56:03 AM
মার্কিন প্রকৌশলীরা এবার চৌম্বক রোবট তৈরির নতুন পদ্ধতি (এমওএসএস) উদ্ভাবন করেছেন। স্মার্টফোন নিয়ন্ত্রিত এই পদ্ধতিতে তৈরি করা যাবে নতুন নতুন খেলনা রোবট। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মডিউলার রোবোটিকস এমওএসএস তৈরি করেছে। প্রতিষ্ঠানটি জানায়, এমওএসএসে থাকবে চুম্বক এবং কার্বন স্টিলের বল থাকবে। এতে ব্লুটুথ ব্যবস্থা যুক্ত করলেই স্মার্টফোন বা ট্যাবলেটের সাহায্যে নতুন রোবটগুলো নিয়ন্ত্রণ করা যাবে। রোবটগুলো চলবে লিথিয়াম পলিমার ব্যাটারির সাহায্যে। প্রায় আড়াই বছর আগে তৈরি এমওএসএস নিয়ে ইতিমধ্যে বিস্তর গবেষণা হয়েছে। এমওএসএসের চূড়ান্ত প্রযুক্তিটি আগামী জানুয়ারি নাগাদ তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পিটিআই।