Daffodil International University
Health Tips => Health Tips => Skin => Topic started by: chhanda on November 13, 2013, 01:06:53 PM
-
মরা কোষ উঠানোর জন্য আমাদের স্ক্রাবার ব্যবহার করতে হয়। কিন্তু আমরা ভেষজ উপাদান দিয়েই স্ক্রাব করতে পারি।
১ চা চামচ করে আতপ চাউলের গুঁড়া, মধু, , মসুর, ডাল বাটা, কাঁচা হলুদ বাটা, চন্দন বাটা পানির সাথে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। বিশ-পঁচিশ মিনিট পর তা ধুয়ে ফেলুন।সপ্তাহে দুইবার করুন। দেখুন ত্বকের জাদু। এই ভেষজ ই স্কার্ব ত্বকের ময়লা তুলে আনবে।
collected