Daffodil International University
Health Tips => Health Tips => Skin => Topic started by: chhanda on November 13, 2013, 01:07:44 PM
-
পাতিলেবুর রস, গোলাপ পাঁপড়ি ও পুদিনাপাতা একসঙ্গে পানিতে ফোটান। এরপরে ঠান্ডা হয়ে গেলে ডিপফ্রিজে রাখুন। পরে তুলোতে নিয়ে সারাশরীরে লাগান। এটা ঘামের দূর্গন্ধ প্রতিরোধ করে। পুদিনা ও গোলাপ এন্টিসেপটিক হিসেবে কাজ করে। এটা ত্বকের পক্ষে খুবই উপকারি।
collected