Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: Mohammed Abu Faysal on November 13, 2013, 10:32:32 PM
-
স্মার্টফোন বাজারে আসার পর থেকেই প্রযুক্তি বাজারের ধরণ বদলে গেছে। প্রচলিত সব মোবাইল ফোনকে ফেলে দ্রুত সেই জায়গা দখল করতে শুরু করে এই স্মার্টফোন। গত তিন বছরে স্মার্টফোন বিক্রির হার পেরিয়ে গেছে প্রায় সব ধরনের প্রযুক্তি পণ্যকে। প্রযুক্তি পণ্যের গবেষকরা জানিয়েছেন, আগামী কয়েক বছরেও স্মার্টফোন বিক্রির হার বাড়তেই থাকবে। সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা এরিকসনও একমত হয়েছে গবেষকদের সাথে। তারা জানিয়েছে, ২০১৯ সাল নাগাদ স্মার্টফোনের বাজারের আকার হবে বর্তমানের স্মার্টফোনের বাজারের প্রায় তিনগুণ। আর তখন বিশ্বের সর্বমোট মোবাইল ফোনের মধ্যে দুই-তৃতীয়াংশই হবে স্মার্টফোন। এরিকসনের মোবিলিটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এরিকমনের এই রিপোর্ট জানিয়েছে, ২০১৯ সালে বিশ্বব্যাপী মোবাইল সংযোগ সংখ্যা বেড়ে হবে ৯.৩ বিলিয়ন বা ৯৩০ কোটি। এর মধ্যে ৫.৬ বিলিয়ন বা ৫৬০ কোটি সংযোগেই ডিভাইস হিসেবে থাকবে স্মার্টফোন। বর্তমানে বিশ্বে স্মার্টফোন ব্যবহার করছেন প্রায় ১.৯ বিলিয়ন বা ১৯০ কোটি মানুষ। সেই হিসেবে ২০১৯ সাল নাগাদ স্মার্টফোনের বাজারটি বেড়ে দাঁড়াবে তিনগুণে। আর প্রথমবারের মতো বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহারকারী ফিচার ফোনের ব্যবহারকারীকে অতিক্রম করবে ২০১৬ সাল নাগাদ। স্মার্টফোনের পাশাপাশি মোবাইল নেটওয়ার্কেও আসবে পরিবর্তন। ওই সময়ে গিয়ে বিশ্বের ৯০ শতাংশ মানুষই ডাব্লিউসিডিএমএ বা এইচএসপিএ নেটওয়ার্কের আওতায় আসবে। আর চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্কের আওতায় আসবে প্রায় ৬৫ শতাংশ নেটওয়ার্ক। বিপুল পরিমাণে স্মার্টফোন ব্যবহারের সাথে সাথে তথ্য স্থানান্তরের পরিমাণও বাড়বে উল্লেখযোগ্য হারে। এরিকসন ধারণা করছে, ২০১৯ সাল নাগাদ তথ্য ব্যবহারের পরিমাণ হবে ১০ এক্সোবাইট বা ১০০ লক্ষ টেরাবাইট! এরিকসনের আগের রিপোর্টটিতে অবশ্য ২০১৮ সালে স্মার্টফোনের ব্যবহার নিয়ে অনুমান করা হয়। বর্তমান রিপোর্টে সেই রিপোর্টের কিছু সংশোধনীও এনেছে তারা। আগের রিপোর্টে স্মার্টফোনের বিক্রি যত দ্রুতগতিতে হবে বলে ধারণা করা হয়েছিল, তার চাইতেও দ্রুত স্মার্টফোন বিক্রি হয়ে চলেছে বলে জানিয়েছে তারা।
Ref: http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMTFfMTNfMTNfMV8zM18xXzg1MzAx