Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: BRE SALAM SONY on July 14, 2010, 04:28:34 PM

Title: FERROCEMENT TECHNOLOGY IN DAILY KALERKHONTO-পানিতে ভেসে বেড়ানো রেস্তোরাঁ
Post by: BRE SALAM SONY on July 14, 2010, 04:28:34 PM
DEAR AL OF  MY FRIENDS DAILY KALER KHANTO WAS PUBLISHED OUR 2ND BUSINESS FESTIVAL WITH OUR REAL ESTATE FERRO-CEMNT TECHNOLOGY CONCEPTS.
GIVEN DETAILS HERE

(http://4.bp.blogspot.com/_JE_Uz18sRQU/TE8NSIAGzoI/AAAAAAAAAro/sZiOe3NOPTg/s320/bdnewsinfo-web-banner.jpg) (http://www.bdnewsinfo.com)

ব্যবসা নিয়ে তিন দিন
[/b]
(http://3.bp.blogspot.com/_FClKL6Fd8Dk/TDXZf27QG0I/AAAAAAAAAMs/bKgHZGjpyZM/s320/poster-bonna.jpg)

সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবের আমেজ। রং-বেরঙের বেলুন উড়ছে বাতাসে। স্টলে স্টলে দর্শনার্থীদের আনাগোনা_প্রিন্স প্লাজার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ১ জুলাই এভাবেই শুরু হলো দ্বিতীয় বাণিজ্য উৎসব। তিন দিনের উৎসবের প্রথম দিনে উদ্যোক্তাদের ব্যবসাবিষয়ক নতুন ধারণার প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়। দ্বিতীয় দিনে ছিল বিজনেস সিনেমা প্রদর্শন এবং শেষ দিনের আয়োজন ছিল পুঁজিবাজারের উন্নয়ন শীর্ষক সেমিনার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছাত্রছাত্রীদের ২০টি দলের ব্যবসাসংক্রান্ত নতুন ধারণার উদ্ভাবন দর্শকদের বিমোহিত করে। প্রতি দলে ছিলেন পাঁচজন করে। কুইজ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৫০০ শিক্ষার্থী। এ সময় সমসাময়িক ব্যবসা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তাঁরা। অন্যদিকে 'মিট দ্য লিডারস' পর্বে ব্যাংক, এনজিও, গণমাধ্যম, টেলিযোগাযোগ, সরকারি-বেসরকারি পর্যায়ের সফল ব্যক্তিরা কর্মজীবনে তাঁদের অভিজ্ঞতা ও ভাবনা জানান ছাত্রছাত্রীদের। পর্বটি ছিল উপস্থিত সবার জন্য উন্মুক্ত। মেলার দ্বিতীয় দিনে ছিল ছাত্রছাত্রীদের জন্য কর্মশালা। যেখানে তাঁদের ব্যবসার নানা নিয়ম জানানো হয়। এখানে অংশ নেন ৫০ জন ছাত্রছাত্রী। এ ছাড়া এদিনের অন্যতম আয়োজন ছিল বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা। বাণিজ্য উৎসবের প্রতিটি স্টল সাজানো হয়েছিল একেক টিমের নতুন নতুন আইডিয়ায়। ফ্রেশ ও সিমেন্ট দিয়ে পানিতে ভেসে বেড়ানো রেস্তোরাঁ, বর্জ্য শোধন ও জৈব সারের মাধ্যমে গ্যাস উৎপাদন প্রণালি, ভোজ্য তেল, সয়াবিন, পাট ও মাশরুমের বহুমুখী ব্যবহার, দক্ষ জনশক্তি প্রশিক্ষণ, ওয়াটার পাম্প কন্ট্রোল যন্ত্রের উদ্ভাবন, সোশ্যাল ক্লাব, গ্রুপ অব কম্পানিজ প্রতিষ্ঠার স্বপ্ন ইত্যাদি আবিষ্কার তরুণ উদ্যোক্তারা প্রদর্শন করেন। নিজের আবিষ্কার ফ্রেশ ও সিমেন্ট দিয়ে পানিতে ভেসে বেড়ানো রেস্তোরাঁ সম্পর্কে বলতে গিয়ে সালাম সনি জানান, 'ফ্রেসিমেন্ট দিয়ে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলে ভূমির ওপর জনসংখ্যার চাপ অনেক কমে আসবে।' দর্শনার্থীদের একজন বিবিএর লতিফা রহমান তাঁর মেলা ঘোরার অনুভূতি জানাতে গিয়ে বলেন, 'মেলায় আসতে পেরে খুব ভালো লাগছে। বন্ধুদের নানা সৃজনশীল আইডিয়ার সঙ্গে পরিচিত হতে পারলাম।' উৎসবের শেষ দিনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বিজনেস ড্রামা ও বিজনেস মুভি প্রদর্শন করে। যেগুলোতে উঠে আসে ছাত্রছাত্রীর ক্যারিয়ারের লক্ষ্য-উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নানা দিকনির্দেশনা।