Daffodil International University
Faculty of Humanities and Social Science => Law => Topic started by: Ferdousi Begum on November 17, 2013, 04:44:20 PM
-
১৯৩৪ সালে আইনবিদ ও দার্শনিক হ্যান্স কেলসন ‘পিওর থিওরি অব ল’ তত্ত্ব প্রকাশ করেছিলেন যেখানে তিনি বলেছিলেন “আইনকে ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান প্রভৃতি বিষয় থেকে আলাদা রাখতে হবে” অর্থাৎ আইনকে এই উপাদানগুলোর নিরিখে ব্যাখ্যা করা ঠিক হবে না। সেই হিশেবে সাহিত্য ও আইনের দূরত্ব যোজন- যোজনের। কিছুদিন আগেও আমার ধারণা ছিল আইন ও সাহিত্য আলাদা; কিন্তু সাহিত্য ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয়। আর অসম্পূর্ণ পাঠ নিয়ে আইন সাধনা অসম্ভব। কেলসন যতই আইনকে দর্শণ, সাহিত্য ইত্যাদি নিয়ামক থেকে দূরে রাখতে চান আমার কাছে সেগুলো একত্রে চলার মত। মানুষ কোন পর্যায়ে কেমন আচরণ করে, তার প্রতিক্রিয়ায় মানুষের কেমন আচরণ করা স্বাভাবিক আর সাহিত্যের সংস্পর্শে মানুষের মানসিক নিয়ামকগুলো কিভাবে ও কতটুকু পরিবর্তিত হতে পারে সেটাই অনুধাবন করার চেষ্টা করছি।