Daffodil International University
Faculty of Humanities and Social Science => English => Topic started by: Sultan Mahmud Sujon on November 17, 2013, 09:56:47 PM
-
To be verb এর কাজ
To be verb গুলোর জন্মই হয়েছে তিনটি কাজ করার জন্য।
------------------------------------------------------
1. Sujon is reading now...........সুজন এখন পড়ছে। ( Continuous tense তৈরি করা হয়)
2. Sujon was called in DIU........ সুজনকে ডি.আই.ইউ তে ডাকা হয়েছিল। ( Passive বাক্য তৈরি করা)
3. Sujon is the king of bd ......... সুজন বাংলাদেশের রাজা । ( Main verb এর কাজ করা)
Continue..........
-
Sujon is reading now.
সুজন এখন পড়ছে।
Sujon was reading then.
সুজন তখন পড়ছিল।
Sujon will be reading tomorrow.
সুজন আগামী কাল থেকে পড়তে থাকবে।
Sujon has been reading since morning.
সুজন সকাল হতে পড়ছে।
Sujon had been reading for two hours.
সুজন দুই ঘন্টা ধরে পড়ছে।
Sujon will have been reading since noon.
সুজন দুপুর হতে পড়তে থাকবে
-
Daily English, good.
-
Sujon is called here.....................................সুজনকে এখানে ডাকা হয়।
Sujon was seen in a private car last night..সুজনকে গতরাতে একটি প্রাইভেট কারে দেখা গিয়েছিল।
Sujon will be charged tomorrow................সুজনকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে।
A nice mobile has been bought for Sujon..সুজনের জন্য একটি সুন্দর মোবাইল কেনা হয়েছে।
Sujon will have been invited by this time..সুজনকে এই সময়ের জন্য ডাকা হয়ে থাকবে।
-
Effective for students. Good.