Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: mustafiz on November 19, 2013, 02:25:02 PM

Title: Top four countries in T-20 ranking.
Post by: mustafiz on November 19, 2013, 02:25:02 PM
নিউ জিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি জয় পেলেই শ্রীলঙ্কার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকাটা নিশ্চিত হয়ে যাবে।


আগামী মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজের প্রথম ম্যাচটি হবে।

তবে নিউ জিল্যান্ড শ্রীলংকাকে ২-০ ব্যবধানে হারালে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার সুযোগ থাকবে শীর্ষে ওঠার। অবশ্য এটি নির্ভর করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের উপর।

শ্রীলঙ্কা যদি একটি ম্যাচ জিততে পারে তবে বুধবার জোহানেসবার্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হতে যাওয়া সিরিজের ফল যাই হোক না কেন, তাদের শীর্ষস্থান অক্ষুন্নই থাকবে।

শ্রীলঙ্কা দুটি ম্যাচেই হেরে গেলে পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার দুটো ম্যাচ জিতে শীর্ষে উঠার সুযোগ থাকবে।

আর শ্রীলঙ্কা 'হোয়াইটওয়াশ' হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ যদি ১-১ সমতায় শেষ হয়, তবে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে ভারত।

টি-টোয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ডাক পেয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার রামিথ রামবুকভেল্লা ও লেগস্পিনার সিককুগে প্রসান্না।
Title: Re: টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াইয়ে ৪ দেশ
Post by: alaminph on November 20, 2013, 09:29:17 AM
Logical forecasting post
Title: Re: টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াইয়ে ৪ দেশ
Post by: Saqueeb on November 20, 2013, 11:47:53 AM
nice post.