Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: mustafiz on November 20, 2013, 01:34:07 AM
-
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় মেহেরপুরে আইটি ভিলেজ চালু করা হবে। রোববার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সিস্টেম অ্যানালিস্ট ইভা মেরিয়ন এ তথ্য দেন।
সভায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রভাষক শামিম ওসমান ও জসিম উদ্দিন আইটি ভিলেজের স্থান নির্ধারণসহ আইটি পার্ক স্থাপনের গুরুত্ব, শিল্প নির্বাচন, প্রাথমিক করণীয়, দক্ষ জনশক্তি তৈরি ও ভবিষ্যতে কী করতে হবে—সে বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। সভায় মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালাম, মুজিবনগরের ইউএনও মোকতার হোসেন, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।