Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: mustafiz on November 20, 2013, 01:34:50 AM
-
সিলেট জেলার সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সচিব, সদস্য ও গ্রাম পুলিশদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন-ভাতা দেওয়া হচ্ছে। সারা দেশের মধ্যে একমাত্র সিলেটেই এ ধরনের ই-পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে। ডিজিটাল মাধ্যমে বেতন দেওয়ার এই পদ্ধতি এখন সারা দেশেই চালু করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
গত রোববার বিকেল সাড়ে চারটায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় বক্তৃতা করেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাবউদ্দীন খান, ডাচ্-বাংলা ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবীর ও আঞ্চলিক ব্যবস্থাপক (মোবাইল ব্যাংকিং) মো. ফরিদ আহমদ।
জেলা প্রশাসক জানান, চলতি বছর থেকে সিলেট জেলার ১০৫টি ইউনিয়ন পরিষদের সঙ্গে সংশ্লিষ্টদের বেতন-ভাতা ই-পেমেন্ট পদ্ধতিতে দেওয়া হচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় চালু হয়েছেএ পদ্ধতি।