Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: mustafiz on November 20, 2013, 11:40:13 AM

Title: Flame from the water
Post by: mustafiz on November 20, 2013, 11:40:13 AM
আগুন এবং পানি বিপরীতধর্মী বিষয় হলেও যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান তরল পানি দিয়ে শক্তিশালী আগুনের শিখা তৈরি করে এর সাহায্যে লোহা গলানো সম্ভব বলে দাবি করেছেন।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন এ প্রকল্পটি বাস্তবায়নে সাহায্য করছে।

ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও প্রকল্পটিতে বিশেষ ভূমিকা রাখছে দ্য বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। সেফফ্লেম নামের এ প্রকল্পটিতে প্রধানত একটি যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। যন্ত্রটি পানি থেকে বিদ্যুতের সাহায্যে হাইড্রোজেন এবং অক্সিজেন অণু আলাদা করে গ্যাসে রূপান্তর করে। গ্যাসগুলোর সাহায্যেই উৎপন্ন হচ্ছে আগুনের শিখা।

সেফফ্লেমপ্রজেক্ট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, যন্ত্রটিতে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস আলাদাভাবে উৎপন্ন করা হয়। পরবর্তীতে এ দুটি গ্যাসের মিশ্রণ ব্যবহার করে আগুনের শিখা নিয়ন্ত্রণ করা হয়।

প্রতিবেদনে তারা আরও জানিয়েছে, স্থানান্তরযোগ্য সেফফ্লেম খুব সহজেই পরিচালনা করা যায়। এটির জন্য কোনো গ্যাস সিলিন্ডারেরও প্রয়োজন নেই এবং এর মাধ্যমে কপার, অ্যালুমিনিয়াম, স্টিল ঝালাই করা সম্ভব।
Title: Re: পানি থেকে অগ্নিশিখা
Post by: Saqueeb on November 20, 2013, 11:41:19 AM
very nice post.