Daffodil International University

Faculty of Humanities and Social Science => Law => Topic started by: Ferdousi Begum on November 20, 2013, 03:02:13 PM

Title: Some tips for viva
Post by: Ferdousi Begum on November 20, 2013, 03:02:13 PM
এক্সপেরিয়েন্স বলে, ভাইভাতে ভালো করার অন্ততঃ একশো’ টেকনিক আছে যেগুলোর একটাও কাজ করে না৷ তাই, এই লেখা পড়ে কিছু হবে না, এটা মাথায় রেখে হোয়াই-সো-সিরিয়াস টাইপ মুড নিয়ে লেখাটা পড়তে পারেন৷

1.   আই কনট্যাক্ট রাখুন৷ অন্য দিকে তাকিয়ে কথা বলা কোনো কাজের কথা না৷
2.   নার্ভাসনেস থাকবে না, এটা হয় না, থাকবেই৷ ওটা কাটানোর কিছুটা দায়িত্ব সিচুয়েশনের উপরে ছেড়ে দিন৷
3.   আপনি কী বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেটা কীভাবে বলছেন এবং কী লুকাচ্ছেন, কীভাবে লুকাচ্ছেন৷ ইউফেমিজম্ শিখুন৷
4.   প্রিপারেশন থেকে প্রিপেয়ার্ডনেস বেশি জরুরী৷
5.   আত্মবিশ্বাস ভেঙে দেয় কিংবা আপনাকে আপনার মতো থাকতে দেয় না, এমন কিছু শুনবেন না, করবেন না৷
6.   মাঝে মাঝে স্মার্টনেস না দেখানোই স্মার্টনেস৷
7.   যাঁরা বোঝেন না, তাঁরাই বলেন বেশি, বাড়িয়েও বলেন৷ তাঁদের পরামর্শ এড়িয়ে চলুন৷ ভুল বোঝার চেয়ে না বোঝা ভালো৷
8.   এই ক’দিনে নিজেকে বদলাতে যাবেন না, পারবেনও না৷ সেই পুরোনো ‘আমি’টাকেই সুন্দরভাবে উপস্থাপন করুন৷
9.   ইংরেজিতে কনভারসেশন প্র্যাক্টিস করুন৷ তবে এমন করো সাথে নয়, যে শুধু ভুলই ধরিয়ে দেয়৷
10.   কী কী পড়বেন সেটা ঠিক করা থেকে বেশি জরুরী কী কী বাদ দিয়ে পড়বেন সেটা ঠিক করা৷
11.   কী জানেন না, সেটা নিয়ে অত ভাববেন না৷ হয়তো আপনাকে ওটা জিজ্ঞেসই করা হবে না৷
12.   চেহারায় একটা ডাউন-টু-আর্থ ভাব ফুটিয়ে তুলুন, যাতে আপনাকে বকা দিতেই কষ্ট লাগে৷
13.   নিজেকে উৎসাহী শ্রোতা হিসেবে দেখান৷ ভাইভা বোর্ডে বেশি সময় রাখলেই বেশি মার্কস পাবেন, এই ধারণাটা বোধ হয় ভুল৷
14.   মাথায় রাখুন, শতভাগ শিখেছি ভেবে তার ষাটভাগ ভুলে গিয়ে বাকী চল্লিশভাগকে ঠিকমতো কাজে লাগানোই আর্ট৷
15.   পজিটিভ অ্যাটিচিউড, মেন্টাল ম্যাচিউরিটি, রেডি উইট, থট ক্ল্যারিটি, ডিসেন্ট অ্যাপিয়ারেন্স, এটিকেট, কমনসেন্স, কুল টেম্পেরামেন্ট এই ব্যাপারগুলো ভাইভা বোর্ডে দেখা হয়৷

বুদ্ধিমানরা তর্ক করেন, প্রতিভাবানরা এগিয়ে যান৷
Title: Re: Some tips for viva
Post by: sheikh mahfuz on November 21, 2013, 07:09:13 PM
nice mam.........at least a little bit beneficiary for us.
Title: Re: Some tips for viva
Post by: AbdurRahim on November 23, 2013, 09:44:55 AM
good
Title: Re: Some tips for viva
Post by: safiullah on November 23, 2013, 01:20:06 PM
hmmmmm.......nice
Title: Re: Some tips for viva
Post by: Ferdousi Begum on November 24, 2013, 02:27:15 PM
Thanks
Title: Re: Some tips for viva
Post by: nadimhaider on November 26, 2013, 02:40:54 PM
good tips
Title: Re: Some tips for viva
Post by: farzanamili on November 26, 2013, 03:02:30 PM
The post would be more beneficial if it was created in English as from my computer, I cannot read Bangla properly. But THANKS for the nice initiative. :)
Title: Re: Some tips for viva
Post by: riaduzzaman on November 27, 2013, 10:35:23 AM
Well done.
Title: Re: Some tips for viva
Post by: Ferdousi Begum on November 28, 2013, 01:01:41 PM
Dear Farzana ma'am, I have to write bangla, cause some of my students said me to do so as that was easy for them to understand, you know what,  typing in Bangla is the most difficult thing. Hope, I will translate it later. Thanks.
Title: Re: Some tips for viva
Post by: farzanamili on November 29, 2013, 01:46:31 PM
I understood ma'am, no problem...:)
Title: Re: Some tips for viva
Post by: Ferdousi Begum on November 30, 2013, 01:54:38 PM
Thanks dear. Whenever I wrote, I wrote for those issues which they want to know in the class.
Title: Re: Some tips for viva
Post by: farzanamili on December 01, 2013, 04:56:01 PM
very good, I will try this :)